ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গাড়ি আমদানিতে মোংলা বন্দরে উল্লেখযোগ্য রাজস্ব দিচ্ছে আমদানিকারকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার

পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে গাড়ি আমদানি। এ খাত থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয়ও হচ্ছে। এখন পশুর চ্যানেলে দ্রুত ড্রেজিং করার তাগিদ দিলেন ব্যবসায়ীরা। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সাথে গাড়ি আমদানিকারদের বৈঠক হলে এসব তুলে ধরেন তারা। এছাড়া বৈঠকে বন্দরের আমদানি কার্যক্রমসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। বন্দর প্রতিষ্ঠার ৬০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় ২০০৯ সাল থেকে মোংলা বন্দরে গাড়ি আমদানি শুরু হয়। এরপর থেকে এ বন্দর লাভজনক বন্দরে পরিণত হয় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা এসময় বলেন, বন্দরের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল ও বঙ্গবন্ধু রেল সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়ে আমদানি হয়ে আধুনিক পদ্ধতিতে খালাস হচ্ছে।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতি মন্দায় মোংলা বন্দরের কার্যক্রম কমেনি বরং বেড়েছে। বন্দরকে আরও সক্ষমতা বৃদ্ধি করতে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ণ হলে এ বন্দরে কার্গো, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং দুই থেকে তিনগুন বৃদ্ধি পাবে। 

গত দুই অর্থ বছরে সর্বোচ্চ জাহাজ এ বন্দরে আগমন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০২০-২১ অর্থ বছরে ৩৪০ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থ বছরে ৩১৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যান্য বন্দরের চেয়ে এই বন্দরে গাড়ি আমদানিও বেড়েছে। গত অর্থ বছরে গাড়ি আমদানি হয়েছে ২১ হাজার ৪০০টি। এই অর্থ বছরের প্রথম কোয়াটারেই ৭ হাজার ৫০০ গাড়ি এরই মধ্যে আমদানি হয়েছে বলেও জানান তিনি।

সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান বারবিডার সভাপতি হাবিবুল্লহ ডনসহ বন্দরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 
কেআই//