ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

এবার স্টেডিয়াম পরিষ্কার করে শিষ্টাচার দেখালো মরক্কো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

জার্মানির বিরুদ্ধে ম্যাচের পরে স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন জাপানের সমর্থকরা। এবার সেই একই শিষ্টাচার দেখালো মরক্কোর সমর্থকরা। বেলজিয়ামকে হারানোর পরে স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন মরক্কোর সমর্থকরা। খবর স্পোর্টবাইবেলের।

বেলজিয়ামের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেও স্টেডিয়াম ছাড়েননি মরক্কোর ফুটবল ভক্তরা। সঙ্গে নিয়ে আসা বড় বড় ব্যাগে আবর্জনা তুলতে দেখা যায় তাদের। একে একে স্টেডিয়ামের প্রতিটি জায়গায় গিয়ে আবর্জনা তোলেন তারা। স্টেডিয়াম পুরোপুরি পরিস্কার করে বের হন তারা।

জাপানের সমর্থকদের মতো মরক্কোর সমর্থকদের এই কাজের প্রশংসা করেছে বিশ্ব। 

এর আগে, কাতারের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায় জাপানের সমর্থকদের। শুধু নিজেদের আসন নয়, পুরো স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন তারা। জাপানের কাছ থেকে এমন আচরণ এবারই প্রথম নয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গিয়েছিল। 

এমনকি, খেলা শেষে নিজেদের ড্রেসিংরুমও পরিষ্কার করে বের হয়েছিলেন জাপানের ফুটবলাররা। সেই ছবিও প্রকাশ করেছে ফিফা। ছবির শিরোনামে তারা লিখেছে, “ফুটবল বিশ্বকাপে জার্মানিকে হারানোর মতো ঐতিহাসিক কাজ করার পর জাপানের সমর্থকরা স্টেডিয়াম পরিষ্কার করেছেন। অন্যদিকে, খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম ছাড়ার সময় নিজেদের ড্রেসিংরুমও পরিষ্কার করে রেখে গেছেন ফুটবলাররা। আপানদের ধন্যবাদ।”
এসএ/