ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গরবার সেনাকুঞ্জে মিলিটারি পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃংখলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনা সদস্যদের মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা মানাতে সহায়ক হবে। 

বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মিলিটারি পুলিশ সপ্তাহ চলবে আগামী ৭ দিন। 

অপরদিকে, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি- এমআইএসটি নতুন ভবনের উদ্বোধন করেন সেনাপ্রধান।

এএইচ