২০ বছর পর শেষ ষোলোতে সেনেগাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৯ এএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
গ্রুপ এ’র শেষ রাউন্ডে ইকুয়েডরকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সেনেগাল। ২০ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করলো সেনেগাল।
২০০২ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে চমক দেখিয়েছিল সেনেগাল। হারিয়ে দিয়েছিল সেবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে। সেবার কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছিল আফ্রিকার দেশটি।
মঙ্গলবার রাতে ইকুয়েডরকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সেনেগাল।
গ্রুপ পর্বের ৩ খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট পায় নেদারল্যান্ডস। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে সেনেগাল। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ইকুয়েডর। ৩ ম্যাচের ১টিতেও জিততে না পেরে খালি হাতে বিশ্বকাপ শেষ করলো স্বাগতিক কাতার।
প্রথম দুই ম্যাচ থেকে ইকুয়েডর ৪ ও সেনেগাল ৩ পয়েন্ট পায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচ যে দল জিতবে তারাই শেষ ষোলোতে খেলবে। যদি ড্র হয় পরের রাউন্ডের টিকিট পাবে ইকুয়েডর। এমন সমীকরণ নিয়ে দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ইকুয়েডর ও সেনেগাল।
ম্যাচের প্রথম ১২ মিনিটে তিনটি আক্রমণ করে সেনেগাল। ৩ মিনিটে মিডফিল্ডার ইদ্রিসা গুয়ের শট প্রতিপক্ষের বারের পাশ দিয়ে চলে যায়। ৮ মিনিটে স্ট্রাইকার বুলয়ালে ডিয়া শট প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।
১২ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে ইকুয়েডরের বক্সের ভেতর থেকে গোলবারের উপর দিয়ে মারেন স্ট্রাইকার ইলিমান এডিয়ায়ে।
এরপর ২৪ ও ২৫ মিনিটে দুটি আক্রমণ করেও কোন গোল পায়নি সেনেগাল। এরপর ৩৬ মিনিটে পায় ফ্রি কিক। ডিফেন্ডার ইসমাইল জ্যাকবের নেওয়া শট হেড গোলবারের উপর দিয়ে চলে যায়।
একের পর এক আক্রমণ চালিয়ে ইকুয়েডরকে চাপে রেখেও ৪০ মিনিট পর্যন্ত গোল পায়নি সেনেগাল। অবশেষে ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় তারা। ডি বক্সের মধ্যে সেনেগালের স্ট্রাইকার ইসমাইলা সারকে ফাউল করেন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনক্যাপি। পাওয়া পেনাল্টি থেকে ইসমাইলা করেন গোল।
এই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেনেগাল। মূলত প্রথমার্ধে বল নিয়ে সেনেগালের বক্সের ভেতর ঢুকতেই পারেনি ইকুয়েডর। বল দখলেও পিছিয়ে ছিলো তারা। ৩৩ শতাংশ বল আয়ত্বে রাখতে পেরেছিল ইকুয়েডর।
বিরতি থেকেই ফিরেই প্রথম আক্রমণ করে ইকুয়েডর। ৪৯ মিনিটের ওই আক্রমণ থেকে গোলের দেখা পায়নি তারা। এই অর্ধের শুরুতেই আক্রমণাত্মক ছিল ইকুয়েডর। এজন্য লিড ধরে রাখতে ডিফেন্সিভ হয়ে যায় সেনেগাল।
তারপরও আক্রমণ অব্যাহত রেখে ৬৭ মিনিটে ম্যাচে সমতা আনে ইকুয়েডর। ডিফেন্ডার ফেলিক্স তোরেসের কর্নার থেকে উড়ে আসা বলে সেনেগালের বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন মিডফিল্ডার মোয়েসেস কেইসেডো।
তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইকুয়েডর। ৭০ মিনিটে আবারও এগিয়ে যায় সেনেগাল। বাঁ প্রান্ত দিয়ে হওয়া আক্রমণে ইকুয়েডরের বক্সের ভেতর বল পেয়ে ডিফেন্ডার কালিদু কুলিবালি ডান পায়ের শটে গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় সেনেগাল।
ম্যাচের বাকী সময়ে গোল পরিশোধের চেষ্টা করেও পারেনি ইকুয়েডর। রক্ষণাত্মক কৌশলে থেকে ইকুয়েডরের আক্রমণগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করে সেনেগালের ডিফেন্ডার ও মধ্যমাঠের খেলোয়াড়রা।
ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ম্যাচের শেষ সুযোগ পায় ইকুয়েডর। মিডফিল্ডার জেরেমি সারমিনেটোর ক্রস বক্সের ভেতর থেকে হেড নেন ডিফেন্ডার জ্যাকসন পোরোজো। তবে তার হেড নেয়া বল বারের পাশ দিয়ে চলে যায়। সপ্তম মিনিটে ম্যাচে ইতি টানেন রেফারি।
২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোতে স্থান করে নিল সেনেগাল।
এএইচ