সস্তায় ঘুরে আসুন বলধা গার্ডেন
সাদ্দাম উদ্দিন আহমদ
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০৭:৩৭ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
বলধা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম। ধারণা করা হয় বলধা নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ হয়েছে। এটি রাজধানী ঢাকার ওয়ারীতে অবস্থিত।
এখানে দূর্লভ প্রজাতির কিছু উদ্ভিদ রয়েছে। তদানীন্তন ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী ১৯০৯ খ্রিষ্টাব্দে বলধা গার্ডেনের সূচনা করেন। তিনি দুটি উদ্যান তৈরি করেন।
প্রথম উদ্যানটির নাম রাখেন ‘সাইকী’। পরবর্তীতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান ‘সিবলী’। সাইকী অর্থ আত্মা ও সিবলী অর্থ প্রকৃতির দেবী। দুটি শব্দই গ্রিক পৌরাণিক শব্দ। নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এ দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলধা গার্ডেন নামে আখ্যায়িত করা হতে থাকে।
৩.৩৮ একর জায়গার ওপর এই উদ্যান নির্মাণ করা হয়। নরেন্দ্রনারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম ফুলগাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপন করেছেন নিজের তৈরী এ গার্ডেনটিতে।
বলধা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলধা গার্ডেন দেখতে আসতেন। এখনো বলধা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই। তখন তিনি এ গার্ডেনের বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেছিলেন।
সাইকী অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ, জাতের শাপলায় ভরা অনেক গুলো শাপলা হাউজ, বিরল প্রজাতির দেশি-বিদেশি ক্যাকটাস, অর্কিড, এনথুরিয়াম, ভূজ্জ পত্র গাছ, বিচিত্র বকুল, আমাজান লিলি ও সুরংগ সহ একটি ছায়াতর ঘর।
সিবলী অংশের মূল আকর্ষণ হচ্ছে শংখ নদ, পুকুর, ক্যামেলিয়া, আশোক, আফ্রিকান টিউলিপস। এখানে আরো আছে সূর্যঘড়ি, জয় হাউজ।
এ বাগানের মোট ৮০০ প্রজাতির প্রায় ১৮,০০০ উদ্ভিদ আছে। শিক্ষার্থী ও দর্শণার্থিদের জন্য এ বাগান উম্মুক্ত। সীবলী অংশ প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত এই উদ্যান দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
উনিশ শতকের শেষের দিকে এটি ছিল বলধার জমিদারের বাগানবাড়ি। যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসতো গান বাজনার আসর।
কিভাবে যাবেন
বলধা গার্ডেন ঢাকার ওয়ারীতে অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। ঢাকার গুলিস্থান থেকে ২০ মিনিট হাটা দুরত্বে বলদা গার্ডেনের অবস্থান। বলধা
গার্ডেন যেতে চাইলে
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকায় চলে আসেন, ঢাকা থেকে বাস অথবা সিএনজিতে করে বলধা গার্ডেনে যেতে পারেন।
কোথায় খাবেন
বলদা গার্ডেন সংলগ্ন কোন হেটেল না থাকলেও বলধা গার্ডেনের কাছকাছি পুরাতন ঢাকায় অনেক ঐতিহ্যবাহি খাবার পেয়ে যাবেন।
কোথায় থাকবেন
বলধা গার্ডেনের কাছা কাছি না থেকে তার থেকে একটু দুরত্বে থাকার জন্য সস্তার মধ্যে ভালোমানের হোটেল পেয়ে যাবেন।
এসইউএ/এসি