ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইউক্রেনের অবকাঠামোতে রুশ হামলা পশ্চিমকে বিভক্ত করবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্র বলেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ তাপ,বিদ্যুৎ ও পানির অবকাঠামোকে লক্ষ্য করে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার এই অভিযান মস্কোর বিরুদ্ধে নয় মাস ধরে কিয়েভের এই লড়াইয়ের প্রতি সমর্থনে পশ্চিমের প্রত্যয়কে কমাবে না।

রোামানিয়ার বুখারেস্টে দু দিন ব্যাপী নেটো শীর্ষ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন যখন নৃশংস শীতের ঠান্ডা আসছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার “গুলি এবং ক্রোধকে” ইউক্রেনের জনগণের বিরুদ্ধে তাক করেছেন।

ব্লিংকেন বলেন,“তাপ, পানি বিদ্যুৎ এগুলো হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের নতুন লক্ষ্য। তিনি সেখানেই প্রচন্ড আঘাত হানছেন। ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এই নৃশংসা হচ্ছে চরম বর্বরতা”।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কুটনীতিক ইউক্রেনের সমর্থক পশ্চিমি জোটকে ভাগ করার চেষ্টা করার জন্য পুতিনকে দোষারোপ করেন । বিশ্বে জ্বালানি শক্তির মূল্য বেড়েই চলেছে এবং ইউক্রেনের জনগণ প্রত্যেকদিন ব্যাপক ব্ল্যাকআউটের মুখোমুখি হচ্ছেন।

ব্লিংকেন বলেন,“এই কৌশল কাজ করেনি, করবেও না। আমরা তাকে ভুল প্রমাণিত করতে থাকবো। সেটাই আমরা এই বুখারেস্টে প্রতিটি দেশের কাছ থেকে উচ্চ কন্ঠে পরিস্কার শুনতে পেয়েছি।”

এই দিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনের আহ্বান জানান।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/