ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কাশিমপুর কারাগারে এক্সেল কামালের ফাঁসি কার্যকর 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল ওরফে এক্সেল কামাল নামে এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম। এর আগে বুধবার রাতে এ ফাঁসি কার্যকর করা হয়। 

মাদারীপুরের শিবচর এলাকার বারেক হাওলাদারের ছেলে কামাল ওরফে এক্সেল কামাল। 

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে। 

ওই রায়ের বিরুদ্ধে আপীল করলে আপীল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে। উক্ত রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করলে রিভিউ পিটিশনও গত ২৮ এপ্রিল ২০২২ তারিখে খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে। 

সবশেষে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে গত ১ নভেম্বর ২০২২ তারিখে তা না মঞ্জুর হয়। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, সকল আইনী প্রক্রিয়া শেষে বুধবার রাতে এ ফাঁসি কার্যকর করা হয়। রাতেই এক্সেল কামালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ