ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

৭২ বছরে মোংলা বন্দর

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৫ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

অনেক চড়াই-উতরাই পেরিয়ে মোংলা বন্দর এখন দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ। বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবনের পাদদেশে এই বন্দর ১৯৫০ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। একই বছরের ১১ ডিসেম্বর ‘দি সিটি অব লিয়নস’ নামক ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ নোঙ্গরের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। 

১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে। এই বন্দরে সর্বশেষ আজ বৃহস্পতিবার সকালে নোঙ্গর করে গ্যাসবাহী ‘সুমি-৫’ জাহাজ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মোংলা বন্দর ৭২ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এদিন সকালে কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালী বের করে কর্তৃপক্ষ। 

পরে প্রতিষ্ঠার ৭২ বছর উন্নয়ন ও অগ্রযাত্রায় স্বাধীনতা চত্তরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা সকলকে শুভেচ্ছা জানিয়ে বন্দরের জেটি শেডে আলোচনা সভায় যোগ দেন। 

এসময় চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ২০০১ হতে ২০০৮ অর্থ বছর পর্যন্ত এ বন্দর নানামুখী প্রতিকূলতার কারণে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বিগত ২০০৭-২০০৮ অর্থ বছরে ৯৫টি জাহাজ আগমন করে এবং ২০০৪-২০০৫ অর্থ বছরে বন্দর ১১ কোটি টাকা লোকসান করে।

২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে মোংলা বন্দরকে অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব প্রদান করে উন্নয়ন ও আধুনিকায়নে কাজ শুরু করে। ফলে ক্রমান্বয়ে মোংলা বন্দর গতিশীল হতে থাকে। যার কারণে প্রতি বছর বিদেশি জাহাজ আগমনের রেকর্ড সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। 

প্রতি বছরের মত দিবসটি পালন উপলক্ষ্যে বন্দর ভবনসহ মোংলা ও খুলনাস্থ বন্দর এলাকায় আলোকসজ্জা করা হয়। বুধবার রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সকল জাহাজে একযোগ হুইসেল বাজানো হয়। বন্দরের অগ্রগতি কামনা করে মোংলা বন্দরের সকল মসজিদে দোয়া মাহফিল করা হয়। 

পরে সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা কেক কেটে দিবসের শুব উদযাপন শুরু করেন। শুরুতেই অত্র বন্দরের উপর নির্মিত উন্নয়নমূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সচিব কালাচাঁদ সিংহসহ সকল বিভাগের প্রধানরা।

পরে বন্দরের সেরা কৃতত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ মোংলায় একুশে টিভির প্রতিনিধি আবুল হাসান, এনটিভির আবু হোসাইন সুমনসহ বন্দরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। 

এএইচ