ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি রাসেলকে (ভিডিও)

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার

দু’হাত ও ডান পা নেই। আছে বাম পা, তবে স্বাভাবিকের চেয়ে ছোট। এমন প্রতিবন্ধকতা জয় করেছে নাটোরের রাসেল মৃধা। পা দিয়ে লিখে উত্তীর্ণ হয়েছে এসএসসি সমমানের দাখিল পরীক্ষায়। বাধা ডিঙিয়ে বহুদূর যাওয়ার ইচ্ছে তার। 

নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া এলাকার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে রাসেল মৃধা। জন্ম নিয়েছেন হাতবিহীন। একটি পা-ও নেই তাঁর। বাম পা থাকলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। 

তবে শারীরিক প্রতিবন্ধকতা রাসেলকে দমাতে পারেনি। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। পা দিয়ে লিখে জিপিএ-৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। 

শিক্ষার্থী রাসেল মৃধা বলেন, “আমি ভালোভাবে লেখাপড়া করে ডিগ্রি পেতে চাই। বড় চাকরি করার আশা রয়েছে।” 

রাসেলের ফলাফলে খুশি তার বাবা-মা। অভাব অনটন সত্ত্বেও ছেলেকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তারা। 

রাসেলের বাবা আব্দুর রহিম মৃধা বলেন, “সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া করাই, সে পাস করেছে। আমরা সবাই খুশি।”

রাসেলের মা  লাভলী বেগম বলেন, “সরকারির কাছে একটি চাকরির আবেদন জানাই। আমার ছেলেটাকে যেন সরকার দেখে।”

রাসেলের লেখাপড়ায় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষকরা। 

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার সি. সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, “পারিবারিক সে অত্যন্ত অসহায়। যদি সবাই তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবে অদূর ভবিষ্যতে সে অনেক ভালো কিছু করবে।”

অদম্য রাসেল মৃধা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। তার লেখাপড়া এগিয়ে নিতে সমাজের বৃত্তবানরা সহায়তার হাত বাড়াবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর।

এএইচ