ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিয়ে বাড়িতে সংঘর্ষে কনের দাদি নিহত, বরসহ আটক ১২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

ঘটনার পর কনের আহাজারি

ঘটনার পর কনের আহাজারি

কুড়িগ্রামে বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হয়ে কনের দাদি মারা যান। এ ঘটনায় বর পক্ষের বরসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলেরহাট গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আখতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়।

ঘটনার পর বিয়ে বাড়ির সবাই বিমর্ষ

বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে আসার পর খাবার শেষে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেয়া গহনা নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কনে পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে রাতেই কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ১২ জনকে আটকও করা হয়েছে। 

আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ