ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

‘শতকন্ঠে বিদ্রোহী নজরুল’ ভিজ্যুয়ালের প্রিমিয়াম শো রোববার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ নিয়ে দেশের প্রথম অডিও ভিজ্যুয়াল নির্মিত হয়েছে। আগামীকাল রোববার অডিওটি পরিবেশিত ও প্রিমিয়াম শো অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শনিবার কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনে প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশক আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন বলেন, কবি নজরুলের অন্যন্য সৃষ্টি অবলম্বনে “শতকন্ঠে বিদ্রোহী নজরুল”র প্রযোজক কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এর প্রিমিয়াম শো কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

এ প্রযোজনায় কুমিল্লার ১২৩ জন শিশু-কিশোর ও প্রাপ্তবয়ষ্ক আবৃত্তি শিল্পী অংশ নেয়। বিদ্রোহী কবিতা নিয়ে শতকন্ঠে এই ধরনের ভিজ্যুয়াল নির্মাণ এটাই প্রথম।

কাজী মাহতাব সমুন আরও বলেন, বিভিন্ন মঞ্চে ও ইনডোর আউটডোর লোকেশনে শুটিং হয়েছে। বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সদস্যদের অংশগ্রহণে ও সশস্ত্র বাহিনীর মহড়ার স্টক ফুটেজ ব্যবহার করা হয়েছে। 

জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ ও কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের কর্মকতা আল আমিনের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রযোজনার সহ-নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস ও জীৎনাথ। 

কোরিওগ্রাফি নির্দেশক ফারহানা আহম্মেদ। কস্টিউম ও প্রপস-চৌধুরী মরিয়ম হাশমি, কা্জী সাজেদা ও সাহিদা আক্তার পপি। ভিডিওগ্রাফিতে আশিক পায়েল, অডিও পুলক সিনহা, সম্পাদনায় নিওন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের কর্মকর্তা আল আমিন, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি তাহমিনা বেগম, দেলোয়ার হোসাইন আকাইদ, শব্দশ্রুতি আবৃত্তি সংসদের কাজী সাজেদা হক, সাহিদা আক্তার পপি, চৌধুরী মারিয়াম হাসমী টুম্পা, বাচিক বিকাশ কেন্দ্রের সভাপতি রাইয়ানুল জান্নাত রোজা, সাধারণ সম্পাদক এজহারুল হক মিজান, উদীচির শিল্পী রানী ভৌমিকসহ অন্যরা।

এএইচ