ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

উদ্বোধন হল বিজয়ফুল কর্মসূচি-২০২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলা ভাষা চর্চা ও প্রসারের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বিজয়ফুল কর্মসূচি-২০২২।

বুধবার (৩০ নভেম্বর) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যায় এই কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়।

উপস্থিত অতিথিগণ একে অপরকে বিজয়ফুল পরিয়ে দেয়া এবং উপস্থিত মুক্তিযোদ্ধাগণ শহীদ মিনারে বিজয়ফুলের রেপ্লিকা অর্পণের মাধ্যমে এ বছরের কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মেফতাহুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী হিমাংশু গোস্বামী, মুক্তিযোদ্ধা গয়াসুর রহমান, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, বিজয়ফুল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কবি মুজাহিদ চৌধুরীসহ অনেকে। 

বক্তারা বলেন, বিজয়ফুল কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ ও এর ইতিহাস-ঐতিহ্য এবং শিল্প-সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে বিজয়ফুল কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, বিজয়ফুলের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কাল থেকে কালান্তরে পৌঁছে দেয়া সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ফুল কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়, আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস দলিল আকারে রাখার জন্য বাংলা এবং ইংরেজি দ্বিভাষীক প্রকাশনার জন্য আগামী এক বছর কাজ করা হবে। 

এসবি/