সঙ্কটাপন্ন পেলে! রাখা হয়েছে বিশেষ ব্যবস্থায়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০১ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার | আপডেট: ১০:০৬ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
ব্রাজিল কিংবদন্তী পেলে
শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে পেলের। ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডি সাও পাওলো’ জানিয়েছে, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। শরীর ফুলে গেছে এবং কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তাকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ।
কী এই প্যালিয়াটিভ কেয়ার? ক্যানসার বিশেষজ্ঞরা জানান, যখন রোগীর শরীরে কোনো চিকিৎসা কাজ করে না, তখনই তাকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়। এই ব্যবস্থার মাধ্যমে উপসর্গ উপশম করা হয়। অর্থাৎ রোগীর শরীরে যে যে সমস্যা দেখা যাচ্ছে, তা থেকে তিনি যাতে কষ্ট না পান, সেই ব্যবস্থা করেন চিকিৎসকেরা। যত দিন রোগী বেঁচে থাকবেন, ততো দিন যেন তিনি আরামে থাকতে পারেন, তার জন্যই এই প্যালিয়াটিভ কেয়ার।
তবে প্যালিয়াটিভ কেয়ারে কোনো রোগীকে রাখার অর্থ- তিনি যে কিছু দিনের মধ্যেই প্রয়াত হবেন, তাও কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলেন, ওই অবস্থায় রোগী এক বছরও বাঁচতে পারেন। সেটা নির্ভর করছে রোগীর শরীর কতটা সহ্য করতে পারছে তার ওপর।
এর আগে গত মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয় ব্রাজিল কিংবদন্তীকে। সঙ্গে ছিলেন তার স্ত্রী মার্সিয়া আওকি এবং এক জন আয়া। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, এর আগে বিভিন্ন কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে।
বৃহস্পতিবার জানা গিয়েছিল, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মেয়ে জানিয়েছিলেন, ভয়ের কোনো কারণ নেই। হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্বকাপে ব্রাজিল দলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন পেলে। কিন্তু তার মধ্যেই নতুন করে তার অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়া গেলো।
দীর্ঘ দিন ধরে অন্ত্রের (কোলন) ক্যানসারে আক্রান্ত পেলে। গত বছরের সেপ্টেম্বরে অস্ত্রোপচার করা হয়েছিল তার। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। কেমোথেরাপি চলছিল। সেটাই আর নিতে পারছেন না তিনি।
বিশ্বকাপের আয়োজক হিসেবে ২০১০ সালে কাতারের নাম ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পেলে। ইচ্ছে ছিল ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বসে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয় দেখবেন। কিন্তু চিকিৎসকেরা তাকে কাতার যাওয়ার অনুমতি দেননি। তিনি ব্রাজিলে নিজের বাড়িতেই ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন সম্প্রতি। সূত্র- ডেইলি মেইল।
এনএস/