ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

শার্শায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন কর্মী। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মামুন, রুবেল হোসেন ও জমির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, পূর্বশক্রতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে বহিলাপোতা গ্রামের মাদক সম্রাট জব্বার বাহিনী ও সাবেক চেয়ারম্যান কামাল বাহিনীর সঙ্গে একই এলাকার সাবেক মেম্বর মুজিবর ও তার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। 

এরপর দুপুরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অর্তকিতভাবে মুজিবুর রহমানসহ পরিবারের উপর হামলা চালায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বহিলাপোতা গ্রামে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। 

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের মধ্যে এ ঘটনার সৃষ্টি হয়েছে। দুই পরিবারে আগে থেকেই বিভেদের কারণে রোববার স্থানীয় লোকজন ও এলাকাবাসীদের নিয়ে বসার কথা ছিল। কিন্তু আজ দুপুরে হঠাৎ শুনলাম দু’গ্রুপের মধ্যে মারামারি হয়েছে এবং ১০-১২ জন আহত হয়ে হাসপাতালে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এএইচ