উদ্বোধন হলো ইয়ামাহার অত্যাধুনিক এমটি১৫ ভার্সন ২.০ বাইক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
প্রতি বছর গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল বাজারে নিয়ে আসে ইয়ামাহা। তারই ধারাবাহিকতায় উদ্বোধন করলো ইয়ামাহার প্রিমিয়াম নেকেড স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল এমটি১৫ ভার্সন ২.০।
এ উপলক্ষে শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর এসিএই সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এসিআই মটরস্।
অত্যাধুনিক প্রযুক্তির ১৫৫ সিসি’র এই মোটরসাইকেলটিতে রয়েছে ভিভিএ প্রজুক্তির ইঞ্জিন, ইউএসডি সাসপেনশন, এলইডি টেইল লাইট, ব্লুটুথ কানেক্টিভিটিসহ অসাধারণ সব ফিচার।
৪টি ভিন্ন ভিন্ন রংয়ে পাওয়া যাবে এই বাইকটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে।
বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯৯টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে। এরইমধ্যে এসিআই মটরস বাংলাদেশের বাজারে ২ লাখ মোটরসাইকেল বিক্রি করেছে এবং এর মধ্যে ১৫০ সিসি সেগমেন্টে ইয়ামাহা শীর্ষস্থানে রয়েছে।
এএইচ