ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ভারতকে অল্পতে থামিয়েও চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

লিটন দাস

লিটন দাস

দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। তারকা অলরাউন্ডারকে যোগ্য সঙ্গ দিয়েছেন এবাদত হোসাইন। দু’জনের বোলিং তাণ্ডবে খোলস ছেড়ে বের হতে পারেনি ভারত।

সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী দলকে ১৮৬ রানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে নেই লিটন বাহিনী। একেবারে শুরুতেই উইকেট খোয়ানো বাংলাদেশ ২৬ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়েছে।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হারা ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ৪৯ রানেই প্রথম সারির তিন ব্যাটারকে হারায় সফরকারীরা। সে ধাক্কা সামাল দিতে পারেনি মিডল অর্ডার, লোয়ার অর্ডার ব্যাটাররা। বাকিদের ব্যর্থতার বিপরীতে ব্যতিক্রম ছিলেন কেবল লোকেশ রাহুল। পাঁচ নম্বরে নেমে অর্ধশতকের দেখা পান তিনি।

ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে থাকা ওপেনার শিখর ধাওয়ানকে বোল্ড করেন এই অফস্পিনার। ক্রিজে থিতু হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। তার ইনিংস বড় হতে দেননি সাকিব। প্যাভিলিয়নে হাঁটার আগে ৩১ বলে ২৭ রান করেন সফরকারী অধিনায়ক। 

একই ওভারে বিরাট কোহলিকেও ফেরান সাকিব। ৯ রান আসে সাবেক অধিনায়কের ব্যাট থেকে। এরপর শ্রেয়াশ আইয়ারকে নিয়ে প্রতিরোধ গড়েন রাহুল। সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

২৪ রান করে এবাদত হোসাইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আইয়ার। সেইসঙ্গে ভাঙে তাদের ৪৩ রানের জুটি। আইয়ারের বিদায়ের পর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে পঞ্চম উইকেটে ৬০ রান যোগ করেন রাহুল। ১৯ রানের বেশি করতে পারেননি সুন্দর।

অল্প সময়ের ব্যবধানে শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহারকে হারালে বিপদ বাড়ে ভারতের। এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়ে যাওয়া রাহুল থামেন এবাদতের তৃতীয় শিকার হয়ে। আনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দেওয়ার আগে ৭০ বলে ৫ চার এবং ৪ ছয়ের মারে ৭৩ রান করেন রাহুল।

৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ভারত। ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সাকিব। এবাদতের শিকার চার উইকেট।

জবাব দিতে নেমে প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন ওপেন করতে নামা নাজমুল হোসাইন শান্ত (০)। শুরুর ধাক্কা সামলে বিজয়কে নিয়ে ২৬ রান যোগ করতেই বাংলাদেশ ইনিংসে আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। ২৯ বলে দুটি চারে ১৪ রানেই সাজঘরের পথ ধরেন তিনে নামা এনামুল হক বিজয়।

অর্থাৎ ২৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এ অবস্থায় দলকে অভীষ্ট লক্ষে পৌঁছে দিতে অভিজ্ঞ সাকিব আল হাসানকে নিয়ে নিজের প্রথম ক্যাপ্টেন্সির ম্যাচে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

তৃতীয় উইকেটে এ দুজনে এখন পর্যন্ত যোগ করেছেন ৩৮ রান। যাতে ১৭ ওভারে দলের স্কোর পৌঁছে গেছে ৬৫ রানে। লিটন দাস ৩৪ রানে এবং সাকিব আল হাসান ১১ রানে ক্রিজে আছেন।

এনএস//