চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় রেডক্রিসেন্ট ইউনিট চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করেন ইউনিটের সেক্রেটারী শহিদুল ইসলাম সাহান।
অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন।
সভায় ২০২২ সালের রেডক্রিসেন্ট ইউনিটের আয়-ব্যয় ৫ লাখ ৭০ হাজার টাকা ও চক্ষু হাসপাতালের ৬৫ লাখ ৩৭ হাজার টাকা আয়-ব্যয় পেশ ও অনুমোদন করা হয়।
চলতি বছরে আজীবন সদস্যদের মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় সভায় ১ মিনিটি দাঁড়িয়ে নীরবতা পালন ও দোয়া করা হয়।
এএইচ