ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

‘শতকন্ঠে বিদ্রোহী নজরুল’ অডিও ভিজ্যুয়ালের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহী নিয়ে দেশে প্রথমবার “শতকন্ঠে বিদ্রোহী নজরুল” নামে একটি অডিও ভিজ্যুয়াল তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে অডিওটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়।

রোববার রাতে কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) মোঃ মোশাররফ হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ ও নারী নেত্রী পাপড়ি বসু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন “শতকন্ঠে বিদ্রোহী নজরুল”প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশক আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন।

এএইচ