ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

বাংলাদেশ-আর্জেন্টিনা:

সমর্থন-ভালোবাসার এক অনন্য যুগল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০২ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০১:০৯ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

ভালোবাসার বদলে ভালোবাসা- এর চেয়ে ভালো প্রতিদান আর কী হতে পারে! ফুটবল পাগল দেশ আর্জেন্টিনা সেই পথটাই বেছে নিয়েছে। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি আবেগ, ভালোবাসার খবর পৌঁছে গেছে লাতিন আমেরিকার দেশটিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারা দেখেছেন, আকাশী-সাদা জার্সি পরে আর্জেন্টিনার জয়ে কেমন আনন্দ-উল্লাস করেন বাংলাদেশের মানুষ। লিওনেল মেসি তাদের কাছে কতো বড় আবেগের জায়গা। দলটির জয়ে  বাংলাদেশে যেমন বাধভাঙা উল্লাস হয়, তেমনি পরাজয়ে হৃদয় ভাঙে এখানকার দর্শকদের। চোখের কোণে জমা হয় পানি, কখনও তা গড়িয়েও পড়ে। 

এমন নিখাঁদ ভালোবাসা-সমর্থন দেওয়া দেশটির জন্য কিছু করতেই আর্জেন্টিনা বেছে নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আবেগের জায়গা ক্রিকেটকেই। বাংলাদেশের জনপ্রিয় খেলাটিকে সমর্থন দেওয়া শুরু করেছে আর্জেন্টাইনরা। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে স্থান পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের খবর। 

এমনকি ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে জয়ের খবরও প্রচারিত হয়েছে তাদের রেডিও, টিভি চ্যানেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের ছবি পোস্ট করে বাংলাদেশকে জানানো হচ্ছে অভিনন্দন। 

বাংলাদেশের জয়ের খবর টুইট করেছে আর্জেন্টাইন রেডিও ‘এল দেসতাপে’। আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া দৈনিক ওলেতে প্রকাশ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে খোলা ফেসবুক গ্রুপের খবর। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি ভালোবাসা দেশের সীমানা পেরিয়ে গেছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাংলাদেশের মানুষ উৎসাহ জুগিয়ে যাচ্ছে, প্রতিটি জয় উদযাপন করছে। ভালোবাসা তো পারস্পরিক। এক আর্জেন্টাইন তো ভালোবেসে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে ফেসবুকে গ্রুপও খুলেছেন।’

ফেসবুকে খোলা গ্রুপটির নাম, ‘ফ্যানস আর্জেন্টিনোস ডি লা সেলেসিয়ন ডি ক্রিকেট ডি বাংলাদেশ।’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী।’ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে থাকা ড্যান লানদে নামের এক ব্যক্তি গত ৩ ডিসেম্বর গ্রুপটি ওপেন করেন। সঙ্গে সঙ্গেই অভাবনীয় সাড়া পান তিনি। গ্রুপটি এখন দুই দেশের মানুষের মধ্যে মেলবন্ধনের মতো কাজ করছে। 

৮৩ হাজারেরও বেশি ফলোয়ার সমৃদ্ধ এই গ্রুপেই এখন বাংলাদেশের ক্রিকেটের খবর নিচ্ছেন আর্জেন্টাইনরা, চলছে ক্রিকেট নিয়ে বহুবিধ আলোচনা। যেখানে এক আর্জেন্টাইন লিখেছেন, ‘তোমরা আমাদেরকে সমর্থন দিচ্ছো, এবার আমাদের পালা তোমাদের সমর্থন দেওয়ার, চলো বাংলা।’

আরেকজন লিখেছেন, ‘আমার ডানা থাকলে উড়ে যেতাম বাংলাদেশে। আমাদের প্রিয় ভক্তদের দেশ, আমরাও তাদের সমর্থন দিতে প্রস্তুত, আমরা শিগগিরই আসবো।’

আরেকজন মনে করেন, বিশ্বকাপের পর বাংলাদেশে এসে মেসিদের একটি ম্যাচ খেলা উচিৎ। তিনি লিখেছেন, ‘আমাদের ফুটবল দলকে এভাবে সমর্থন দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। বিশ্বকাপের পর বাংলাদেশে গিয়ে একটি ম্যাচ খেলা উচিৎ আমাদের খেলোয়াড়দের। বাংলাদেশের মানুষের কাছে আমরা ঋণী।’ 

গ্রুপটিতে পোস্ট করেছেন আরও অনেক আর্জেন্টাইন। অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে, অনেকে আবার বাংলাদেশের আসল জার্সি চিনতে পোস্ট দিয়েছেন।

এর আগে আর্জেন্টিনা দলকে সমর্থন দেওয়ায় বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করে আর্জেন্টিনা জাতীয় দলের টুইটার হ্যান্ডল। দূর দেশের ভক্তদের প্রশংসা করে দেওয়া টুইটে কয়েকটি ছবি প্রকাশ করেছে ‘সিলেকশন আর্জেন্টিনা’ নামে দলটির ভেরিফাইড টুইটার হ্যান্ডল। যেখানে দেখা যায় অনেক মানুষ একসঙ্গে হই-হুল্লোড় করে খেলা দেখছেন।

বাংলাদেশের প্রায় বেশিরভাগ অঞ্চলে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখছেন সমর্থকরা। শত শত মানুষ একসঙ্গে খেলা দেখছেন। এসব ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশি সমর্থকদের এই উন্মাদনা চিত্র দেখেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। পোস্ট দিয়ে জানিয়েছেন ধন্যবাদ। 

পোস্টটিতে ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এরপরই লেখা হয় বাংলাদেশের সমর্থকরাও আর্জেন্টাইনদের মতো পাগলাটে। টুইটে তারা লেখেন, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ।’ লাইনটি শেষে ‘হাই-ফাইভ’ ও একটি ভালোবাসার ইমোজি দেওয়া হয়। এরপর হাসির ইমোজি দিয়ে তারা লেখে, ‘তারা আমাদের মতোই পাগলাটে।’

বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা চোখে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফারও। কদিন আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশের সমর্থকদের করা উদযাপনের ভিডিও টুইট করে ফিফা। ক্যাপশনে লেখা হয়, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।’

পরে বাংলাদেশী ব্রাজিল সমর্থকদের উল্লাসের ছবিও প্রকাশ করে ফিফা।
এনএস/ এসএ/