ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট ৪ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০২:৫৫ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ জানুয়ারি (রোববার) এ ভোট অনুষ্ঠিত হবে। অনিয়মের কারণে এ আসনে ভোট স্থগিত করা হয়েছিল।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান।

সচিব জানান, ভোট হবে ইভিএমে এবং পূর্বের মত থাকবে সিসি ক্যামেরাও। আগেরবারের অভিযুক্ত কর্মকর্তা ও এজেন্টরা এ ভোটে কাজ করতে পারবেন না।

তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

গত ১২ অক্টোবর নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ওই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। পরে তদন্ত করে ১৩৩ জনের বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তির সুপারিশ করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী আসনটিতে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এসএ/