শার্শায় টিসিবির পণ্যে পঁচা পেঁয়াজ দেয়ার অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪০ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার
যশোরের শার্শা উপজেলায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্যসামগ্রীর মধ্যে পঁচা পেঁয়াজ দেয়ার অভিযোগ তুলে অসন্তোষ জানিয়েছেন ভোক্তারা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার বাঁগআচড়া ইউনিয়ন পরিষদে সকাল হতে রাত পর্যন্ত কার্ডধারী ভোক্তাদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়। একইদিন উপজেলার অন্যান্য ইউনিয়নেও টিসিবি পণ্য বিক্রি করা হয় বলে জানা গেছে।
ভর্তুকি মূল্যে চারটি পণ্যের মধ্যে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি পেঁয়াজ ৪৪৫ টাকা নির্ধারিত মূল্যে ইস্যুকৃত কার্ডধারী ভোক্তারা কিনছেন।
টিসিবির পণ্য উত্তোলনকারী বাগআঁচড়ার আমেনা খাতুন, রাজিয়া বেগম, জয়নব বিবি, সালাম, আলাউদ্দিন একই ইউনিয়নের সামটা গ্রামের কবীরসহ একাধিক ভোক্তা অভিযোগ করে জানান, তাদের ক্রয়কৃত পণ্যের মধ্যে পেঁয়াজগুলোর অধিকাংশ পঁচা। তারা বিষয়টি একাধিকবার ডিলারকে জানালেও কোন সুরাহ মেলেনি।
একই ধরনের অভিযোগ মিলেছে উপজেলাটির ডিহি ও গোগা ইউনিয়নেও। টিসিবি ডিলার কর্তৃক সরবারহকৃত পণ্য সামগ্রীর মধ্যে বেশিরভাগ পেঁয়াজ নষ্ট বলে দাবি জানান ভোক্তারা। অনেকে বলেছেন, বস্তা ভর্তি পেঁয়াজের বেশিরভাগই নষ্ট।
পঁচা পেঁয়াজ সরবারহের বিষয়ে বাগআচঁড়া ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক) আলতাফ হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
টিসিবি পণ্য বিক্রির লাইসেন্সধারী ডিলারের প্রতিনিধি আসাদ জানান, তারা ঝিনাইদহ টিসিবির আঞ্চলিক অফিস হতে পণ্য সামগ্রী কিনে এনেছেন। কেনা পণ্যে যা পাওয়া গেছে সে অবস্থায় তারা নির্ধারিত মূল্যে সরবরাহ করছেন।
সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য উত্তোলন করে উপকৃত হলেও পঁচা পেঁয়াজ দেয়ায় ডিলারকে দুষছেন ভোক্তারা। তারা বিষয়টি সরেজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এএইচ