জালাল উদ্দিন সেলিমের দাতো শ্রী প্রাপ্তিতে দোয়া ও আলোচনা সভা
মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
প্রকাশিত : ১০:১৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার | আপডেট: ১২:৫৬ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন সেলিম মালাকা রাজ্যের রাজ পরিবারের পক্ষ থেকে দাতু শ্রী উপাধি পাওয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি, কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মনির বিন আমজাদের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রায় শতাধিক মাদরাসা ছাত্রদের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কয়েকশত মানুষের খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল, সহ-সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মনির বিন আমজাদ, বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
এ সময় বক্তারা বলেন, জালাল উদ্দিন সেলিম একজন বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্য, এনজিও, সমাজকল্যাণ ও কমিউনিটির কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার কারণে দেশটির মালাকা প্রদেশের রাজপরিবার তাকে সম্মান সূচক এ দাতু শ্রী উপাধি প্রদান করেছেন।
বক্তারা আরও বলেন, জালাল উদ্দীন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিদের গর্ব এবং অনুকরণীয় দৃষ্টান্ত। তার এ সম্মানে প্রবাসীদের মুখ উজ্জ্বল হয়েছে।
অনুষ্ঠানে জালাল উদ্দিন সেলিম বলেন, প্রবাসে আমাদের বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। দেশ ও প্রবাসীদের সেবার মানসিকতা নিয়ে ভালো কিছু করতে সকল প্রবাসী ও কমিউনিটি নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।
জালাল উদ্দীন সেলিম বৃহত্তর কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামের মোহাম্মদ আবদুল আউয়ালের ছেলে। তিনি ১৯৯৫ সালে পড়াশোনার জন্য মালয়েশিয়া আসেন। মালয়েশিয়ায় ইউনিভার্সিটি সাইন্স (ইউএসএম) থেকে শিক্ষা জীবন শেষ করে সেখানেই কর্মজীবন শুরু করেন।
একের পর এক সাফল্যে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
অনুষ্ঠান শেষে মনির বিন আমজাদের পক্ষ থেকে শতাধিক মাদরাসা ছাত্র ও শিক্ষকদের নগদ অর্থ প্রদান করেন।
এসি