রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ রাজধানীর মিরপুরের দুটি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেয়া এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১১ ও মিরপুর ১২ এলাকার আওতাধীন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী এলাকার আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এএইচ