ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

‘পার্সন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৭ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পার্সন অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

বছরের শুরু থেকেই রুশ আগ্রাসনের শিকার ইউক্রেনে অনবরত গোলাবর্ষণ আর রক্তপাত চলছে। এর মধ্যেও দাপটের সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ কারণেই তিনি টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তারপর থেকে ইউক্রেন জুড়ে অনবরত হত্যা, হামলা, বারুদের গন্ধ, রক্তের ছবি প্রকাশ পাচ্ছে।

কূটনৈতিক আঙিনায় লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশে রয়েছেন সেদেশের সেনার। এমন এক রাষ্ট্রনেতাকেই এবার টাইম ম্যাগাজিন বেছে নিল বছরের সেরা ব্যক্তিত্ব হিসাবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রুশ হামলার পর থেকে প্রথমে ব্যাকফুটে থেকেও পরে আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ জয়ের পথে হাঁটার চেষ্টা করেছে জেলেনস্কির ইউক্রেন।
এসএ/