ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

৯৯৯ কলে উদ্ধার দুই দেয়ালের মাঝে আটকেপড়া গরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে দুই দেয়ালের মাঝে আটকে পড়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

বুধবার পৌর এলাকার বাগানবাড়ি থেকে দেয়াল ভেঙ্গে গরুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পৌর এলাকার মুন্সেফপাড়ার বাসিন্দা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিদওয়ান আনসারি রিমোর দুটি গরু সকালে বাড়ির পেছন থেকে হারিয়ে যায়। পরে গরুর মালিক শহরের বিভিন্ন স্থানে গরুগুলো খোঁজাখুঁজি শুরু করেন। 

এক পর্যায়ে জানতে পারেন তার হারিয়ে যাওয়া একটি গরু বাগানবাড়ি এলাকার রাসেল আহমেদের বাড়ির দুই দেয়ালের মাঝখানে আটকে আছে। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ  ফোন দেন। 

ফোন পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তারা একটি দেয়াল ভেঙ্গে অক্ষত অবস্থায় গরুটি উদ্ধার করেন।

এ ব্যাপারে বাগানবাড়ির বাসিন্দা রাসেল আহমেদ বলেন, সকালে আমার ছেলে বাড়ির দেয়ালের মাঝখানে গরুটিকে আটকে থাকতে দেখে। পরে আমিসহ স্থানীয়রা আটকে থাকা অবস্থায় গরুটিকে দেখতে পাই। বিষয়টি জানাজানি হলে গরুর মালিক রিমো ঘটনাস্থলে এসে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে দেয়াল ভেঙ্গে গরুটিকে উদ্ধার করে।

গরুর মালিক রিদওয়ান আনসারি রিমো বলেন, গরু দুটি বাড়ির পেছনে রাখা হয়। সকালে কোন এক সময় গরু দুটি হারিয়ে যায়। পরে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে জানতে পারি বাগানবাড়ি এলাকার রাসেল ভাইয়ের বাড়ির দেয়ালের মাঝখানে একটি গরু আটকে আছে। 

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানানোর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন এসে দেয়াল ভেঙ্গে গরুটিকে উদ্ধার করে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার এহসান উল আলম বলেন, সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ভেঙ্গে আটকে থাকা গরুটিকে উদ্ধার করি আমরা।

এএইচ