ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

পিকে হালদারকে ১৩ জানুয়ারি আবার আদালতে তোলার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা (এমডি) পরিচালক পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে আগামী ১৩ জানুয়ারি আবার আদালতে তোলার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর ও দায়রা আদালত।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয়। এরপর স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহা অভিযুক্তদের আরও ৩৬ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।

এর আগে গত ১৭ নভেম্বর পি কে হালদারকে শেষবারের মতো আদালতে তোলা হয়। ‌সেদিনই বিচারক তাকে ৮ ডিসেম্বর আবার আদালতে হাজিরের নির্দেশ দেন।

২১ দিনের জেল হেফাজত শেষে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ অভিযুক্তদের আদালতে আনা হয়। সাড়ে ১২টা নাগাদ তাদের স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয়। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আগামী ১৩ জানুয়ারি অভিযুক্তদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেন বিচারক। 

এদিন পি কে হালদারের ভাই এবং মামলার অন্যতম অভিযুক্ত প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদন করেন তার আইনজীবী। আগামী ১৩ জানুয়ারি সেই জামিন শুনানির দিন ধার্য হবে বলে জানান আদালত। অন্যদিকে  আরেক অভিযুক্ত ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং একমাত্র নারী অভিযুক্ত আমানা সুলতানা ওরফে শর্মী হালদারের যথোপযুক্ত চিকিৎসার জন্য কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। 

পি কে হালদারের অর্থপাচার মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, অভিযুক্ত প্রত্যেককেই আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ১৪ মে কলকাতার অদূরে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর গত ১১ জুলাই পি কে হালদারসহ আটক ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এসবি/