ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মনিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরা বেগম। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডার ২০তম ব্যাচের এই কর্মকর্তা এতদিন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (যুগ্মসচিব) পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে বুধবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেয়া হয়। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব করা হয়।

সালাহ উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন মনিরা বেগম। তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ পদে দায়িত্ব পালন করেন।
এসএ/