‘ফ্যাবুলাস ফ্রাইডে’তে কী হতে চলেছে? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৭ এএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার | আপডেট: ১১:৫৮ এএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
আজ শুক্রবারকে বলা হচ্ছে 'ফ্যাবুলাস ফ্রাইডে'। কারণ, শুক্রবার রাতেই ব্রাজিল-ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ। মেসি-নেমারদের শেষ আটে ওঠার লড়াই শুক্রবার জাগিয়ে রাখবে উপমহাদেশের ফুটবলপ্রেমী মানুষকে। ব্রাজিলের খেলা প্রথমে। আর্জেন্টিনার খেলা মধ্যরাত পেরিয়ে। নক-আউট পর্বের খেলা। সামনে জোরদার প্রতিদ্বন্দ্বী। ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
ব্রাজিলের সামনে গতবারের ফাইনালে খেলা ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস। গ্রুপ পর্যায়ের খেলায় নেইমারের ব্রাজিল এবং মেসির আর্জেন্টিনা একটি করে ম্যাচ হেরেছে। ব্রাজিল হেরেছে ক্যামেরুনের কাছে এবং আর্জেন্টিনা হেরেছে সৌদি আরবের কাছে। নক আউট পর্বে হার মানে এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নেয়া। তাই দুইটি খেলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু উপমহাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি, সেজন্য শুক্রবারের রাত তাদের খেলা দেখে, নিজের দলের সমর্থনে গলা ফাটিয়ে কাটাতে হবে।
গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া শক্তিশলী দল। ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে কোচ বলেছেন, ''যদি আপনি ব্রাজিলের ফুটবলারদের দেখেন, তাদের স্কিল, মান ও মূল্যের কথা ভাবেন, তাহলে বিপক্ষ হিসাবে আতঙ্কিত হবেন। আমরা মাঠে সুযোগের অপেক্ষায় থাকব। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব। এই বিশ্বাস নিয়ে নামব যে আমরা জিততে পারি। ব্রাজিলের বিরুদ্ধে খেলাটা মাঠে উপভোগ করতে চাই।''
এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস যতবার মুখোমুখি হয়েছে, ততবারই অত্যন্ত উপভোগ্য খেলা হয়েছে। কিন্তু এবার আলাদা লড়াই। ৩৫ বছর বয়সি মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। এই সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি কখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। তাই শেষ বিশ্বকাপে জয়ের আনন্দ পেতে মরিয়া তিনি।
আবার তিনবার ফাইনালে উঠেও একবারও বিশ্বকাপ জিততে পারেনি নেদারল্যান্ডস। তাই এবার তারা বিশ্বকাপ জিততে চাইছে। নেদারল্যান্ডসের ম্যানেজার জানিয়েছেন, তারা মেসিকে থামাতে চান। তাদের কৌশল যে কোনো দলের বিরুদ্ধে জয় এনে দিতে সক্ষম। তাই জয়ের আশা নিয়েই তারা মাঠে নামবেন।
বিশ্বকাপের এই জমজমাট লড়াইয়ে কোনো দেশ বিপক্ষকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে চায় না। তাই মহাশুক্রবারে মহারণ দেখার রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকবেন ফুটবলপ্রেমীরা।
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/