জনাকীর্ণ এলাকায় জ্বরাজীর্ণ গুরুত্বপূর্ণ রাস্তাটি (ভিডিও)
অখিল পোদ্দার
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার | আপডেট: ০২:০৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
উত্তরবঙ্গের প্রবেশপথ। আছে ইপিজেড, রয়েছে শত শত শিল্প কারখানা। দিন-রাত পায়ে হাঁটে লাখ লাখ মানুষ। পণ্য আর গণপরিবহনও চলে অগুণতি। জাতীয় সেই মহাসড়কের বেহাল অবস্থা বহুদিন।
রাজধানী লাগোয়া আশুলিয়া শিল্পাঞ্চল। দেশি বিদেশি হাজারো কারখানায় কাজ করেন লাখো শ্রমিক। বেশ আগের থেকেই এলাকাটি তাই জনাকীর্ণ। জ্বরাজীর্ণ শুধু গুরুত্বপূর্ণ রাস্তাটি।
স্থানীয় একজন বলেন, "হালকা বৃষ্টি হলেই এক হাঁটু পানি হয়, রাস্তাও পার হওয়া যায়না।"
আরেকজন বলেন, "ইপিজেড এরিয়া হওয়াতে অনেক ফরেনার এখানে আসে, এটা আমাদের দেশের জন্য খারাপ দেখায়।"
চলতে ফিরতে প্রধান সড়ক এই একটিই। উত্তরবঙ্গ ছাড়াও ক্ষেত্রবিশেষে চলাচল করে অন্য জেলার গণপরিবহন। সেই সড়কের বেহাল দশায় নাকাল অবস্থা ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুরদের।
"যেখানে দেশের একমাত্র থিমপার্ক ফ্যান্টাসি কিংডম, এখানে প্রচুর দর্শনার্থী আদের দেশের বিভিন্ন এলাকা থেকে, তারা এখান থেকে একটা বিরক্তিকর ফিলিংস নিয়ে যায়।" বলেন এক পথচারী।
ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে আসা যাওয়া করে শ্রমিকেরা। দু’পাশে পানি উপচে পড়ায় দুর্ঘটনায় পড়ছে পণ্যপরিবহন। এতেকরে বিদেশি ক্রেতাদের কাছে সুনাম নষ্ট হচ্ছে বলে মনে করেন ভূক্তভোগীরা।
হাজার হাজার শিল্প কলকারখানা, সেই সঙ্গে আছে বিভিন্ন বিপণী বিতান, তবে সবচেয়ে প্রেস্টিজিয়াস ইস্যু হল এখানে রয়েছে ইপিজেড" বলছেন স্থানীয় আরেক ব্যক্তি।
ক্যামেরায় কথা না বলে সড়ক ও জনপথ বলছে, মহাসড়কটির আপাতত দেখভাল করবে সেতু কর্তৃপক্ষ। সুবিধাজনক সময়ে শুরু হবে সংস্কার কাজ।
এসবি/