ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বরগুনায় রোকেয়া দিবস পালিত ও জয়িতাদের সংবর্ধনা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”- এই প্রতিপাদ্য নিয়ে রোকেয়া দিবস উপলক্ষ্যে বরগুনায় জয়িতা’দের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সুবর্ণজয়ন্তী সন্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপপরিচালক মেহেরুন নাহার মুন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা। 

পরে নারীদের বিভিন্ন বিষয়ে অবদানের জন্য জয়িতা’দের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা’র আয়োজনে বরগুনায় দিবসটি পালন করা হয়েছে।
এসএ/