ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা শেষে দোকানির ছুরিকাঘাতে কিশোর নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৭ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার | আপডেট: ১০:২১ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
বাগেরহাটের মোরেলগঞ্জে রুবেল সমাদ্দার (২৫) নামের এক বাক প্রতিবন্ধী দোকানীর ছুরিকাঘাতে টুটুল হাওলদার (১৪) নামের এক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে রুবেলের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। টুটুল এলাকায় ছোটখাট কাজ করতেন। ঘাতক রুবেল সমাদ্দার একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাব্বির নামের এক যুবক বলেন, কয়েকদিন আগে দোকানের সামনে বসা টুটুলকে ইসারা দিয়ে ডেকেছিল রুবেল। তখন টুটুল সারা না দেওয়ায় রুবেল টুটুলের শরীরে পানি ছুরে মারে। এই নিয়ে দুজনের মাঝে মারামারি হয়। বিষয়টি তখন সমাধান হয়ে যায়।
কিন্তু শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে টুটুল রুবেলের দোকানের সামনে বসা ছিল। দোকানের সামনের লোকজন কমে গেলে হঠাৎ করে টুটুলকে ছুরি মেরে চলে যায় রুবেল।
পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে স্থানীয় গ্রাম পুলিশ মোঃ ওয়াদুদ হাওলাদার বলেন, পূর্বের মারামারির জেরে বাক প্রতিবন্ধী দোকানী রুবেল সমাদ্দার টুটুলকে ছুরিকাঘাত করেছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন, ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা শেষে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারণে ঘটেছে। নিহত টুটুল হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
এএইচ