ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

গুঞ্জন থাকলেও এমবাপ্পের ওপরই ভরসা ফরাসিদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বারুদে ম্যাচে আজ মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড। পরিসংখ্যানে ইংলিশদের চেয়ে পিছিয়ে থাকলেও দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স।

আল খোরের আল বাইত স্টেডিয়ামে ইউরোপিয়ান দুই জায়ান্টের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়। এর আগে রাত ৯টায় দোহার আল থুমাম স্টেডিয়ামে পর্তুগাল খেলবে আফ্রিকার দেশ মরক্কোর সাথে।

কাতার বিশ্বকাপে কোয়ার্টারের লড়াইয়ের জন্য প্রস্তুত ফ্রান্স ও ইংল্যান্ড।  দারুন ফর্মে কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে পাঁচটি গোলও করে ফেলেছেন ২৩ বছরের এই সুপারস্টার। ম্যাচের আগে অনুশীলনে যোগ না দেয়ায় নানা গুঞ্জন থাকলেও এমবাপ্পের ওপরই ভরসা ফরাসি সমর্থকদের। 

ছন্দে আছে গ্যারেথ সাউথগেটের দলও। ফরাসিদের বিপক্ষে রেকর্ডও ইংলিশদের পক্ষে। এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১২ গোল করেছে ইংল্যান্ড। পারিবারিক কারণে মাঝপথে দেশে ফেরা রাহিম স্টার্লিং আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন।  

অপরদিকে, স্বপ্নের মতো বিশ্বকাপ কাটছে মরক্কোর। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে আফ্রিকার দলটি। কখনো বৈশ্বিক আসরে ফাইনাল খেলতে না পারা পর্তুগালও আছে দারুণ ছন্দে। শেষ আটে আজ মুখোমুখি হচ্ছে দুইদল। 

২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি। ২০০৬ সালে সেমিফাইনালই তাদের সর্বোচ্চ সাফল্য। নিজের শেষ বিশ্বকাপে ইতিহাস গড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ম্যাচে রোনালদোকে বসিয়ে মাঠে নামানো রামোস রীতিমতো ইতিহাস গড়েছেন। ছন্দে থাকা পর্তুগিজরা তাই চোখ রাঙাচ্ছে মরোক্কানদের।

শেষ ষোলোয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শেষ আটে মরক্কো। আত্মঘাতি একটি গোল ছাড়া এখনো কোনো গোল হজম করেনি দলটি। আর এতেই বোঝা যায় রক্ষণের শক্তি। এ ম্যাচেও পর্তুগিজদের চ্যালেঞ্জ জানাবে মরক্কোর ডিফেন্স। 

পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর হাকিমি-জিয়াশরা।

এএইচ