ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কাপ্তাইয়ে থাইল্যান্ডের আদলে পড হাউস, মুগ্ধ পর্যটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার | আপডেট: ০১:১৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে পর্যটকদের আকৃষ্ট করতে থাইল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন নিসর্গ পড হাউস। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নির্মিত এই দৃষ্টিনন্দন পড হাউসে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের পদচারণা।

কাপ্তাইয়ে প্রবেশের পর শীলছড়ি হাজিরটেক এলাকার সড়কের পাশে চোখে পড়বে পর্যটকদের জন্য নির্মিত এই নিসর্গ পড হাউস। যেখানে প্রবেশ করলে খুব কাছে থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি লুসাই পাহাড় থেকে বয়ে আসা শীতল জলের কর্ণফুলী নদীর বিশালতা আর ওপারে সীতা পাহাড় এবং চা বাগানের সৌন্দর্য্য অবলোকন করা যাবে।

সম্প্রতি দৃষ্টিনন্দন এই পড হাউসের উদ্বোধন করা হয়েছে। পড হাউসে পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি এখানে পর্যটকদের রাত্রীযাপন, কায়াকিং, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার সুযোগসহ সকাল, দুপুর ও রাতে খাওয়ার ব্যবস্থা রয়েছে। 

পাশাপাশি এলাকায় শতভাগ নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই। সেই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিসর্গ পড হাউজে পর্যটকদের জন্য ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

দৃষ্টিনন্দন এই নিসর্গ পড হাউসগুলো দেখতে এতই সুন্দর যা পর্যটকদের আকৃষ্ট করবে। নতুনত্ব ও সৃজনশীল চিন্তাচেতনা দিয়ে তৈরি করা এই পড হাউসগুলো দেখতে অনেকটা ত্রিকোণ বেষ্টিত।

জানা যায়, থাইল্যান্ডেই প্রথম এই পড হাউসের ডিজাইনটি তৈরি করা হয়েছিল, যা পর্যটকদের মাঝে মুগ্ধতা ছড়ায়। তারই আদলে গড়ে তোলা কাপ্তাই নিসর্গ পড হাউসগুলো কাঠ, বাঁশ, ছন দিয়ে তৈরি করা হয়েছে। 

পট হাউসগুলো বাইরে থেকে যেমন সুন্দর তেমনি ভেতরেও নান্দনিক কারুকার্যের সৌন্দর্য বিদ্যমান। পর্যটকদের আগমন অনেক বেড়েছে এবং নিয়মিতই বুকিং হচ্ছে বলে জানান পড হাউসের ম্যানেজার মাসুদ তালুকদার।

নিসর্গ রিভারভ্যালি রেস্টুরেন্টের পাশে নতুন তৈরি এই পড হাউসে মোট ৯টি কটেজ প্রস্তুত করা হয়েছে। যেখানে প্রতিটি কটেজে ৩ থেকে ৫ জনের মতো থাকার ব্যবস্থা রয়েছে।

এছাড়া পড হাউসে পর্যটকদের জন্য রয়েছে আধুনিক সব সুব্যবস্থা। সার্বক্ষণিক বিদ্যুৎ-পানিসহ ওয়াইফাইয়ের ব্যবস্থার পাশাপাশি সুবিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে।

নতুন উদ্বোধন হওয়া পড হাউসের সুন্দর কিছু নাম দেয়া হয়েছে। সেগুলো হলো- আকাশকুঞ্জ, মেঘদূত, চন্দ্রপাহাড়, সাজের মায়া, নদী বিলাস, আকাশ নীলা, আসমানী কুটির, ছায়াবিথি, নিঝুম নিরালা।

পড হাউস ছাড়াও কাপ্তাইয়ে পর্যটকদের বিনোদনের জন্য বিজিবির পর্যটন স্পট, প্রশান্তি রিসোর্ট, লাভলক পয়েন্ট ও পিকনিকসহ ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট। যেখানে দেশ-বিদেশ হতে প্রায়ঃশই ভ্রমণ পিপাসু পর্যটকদের আগমন ঘটে থাকে।

এএইচ