ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

বাঙালি বধূর চরিত্রে রানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

গত কয়েক বছর ধরে বেছে বেছে সিনেমা করছেন রানি মুখার্জী। ‘হিচকি’, ‘মর্দানি’ সিনেমাতে নারীকেন্দ্রীক চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গত বছর মসলাদার সিনেমা ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে খুব একটা সাড়া পাননি। আবারও নারী প্রধান ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দিয়ে ফিরছেন রানি। সম্প্রতি ছবিতে তার লুক প্রকাশ করা হয়েছে।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাতে রানিকে একজন বাঙালি বধূর চরিত্রে দেখা যাবে। সিনেমার প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বন করেই সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। 

পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে একজন মায়ের লড়াই এই সিনেমার মূল উপজীব্য।

চলতি বছরের মে মাসে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় সিনেমার মুক্তি। ২০২৩-এর মার্চ মাসে মুক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

এমএম/