রানের পাহাড়ে ভারত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
চট্টগ্রামের আকাশে মেঘের ঘনঘটা ছিল না। ডিসেম্বরের শীতের সকালের স্নিগ্ধ রোদে সাগরিকা পাড়ে এক ঝলমলে আবহাওয়ার বাতাবরণ ছিল। তবে তার মধ্যেই ঝড় দেখল চট্টলাবাসী। তবে এ ঝড় প্রকৃতির নয়, ভারতীয় ব্যাটারদের।
শনিবার (১০ ডিসেম্বর) তৃতীয় তথা শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৪১০ রান।
ভারতের ৪০৯ রানের রেকর্ডগড়া ইনিংসে শুধু কোহলি-কিষাণ দুজনের সংগ্রহ ২২২ বলে ৩২৩ রান। বাকি ৬ ব্যাটার করেছেন ৮৬ রান। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করল কোনো দল।
ভারতীয় ইনিংসের শুরুতেই ধাওয়ানের বিদায়ে আরেকবার ভারতবধের আশা দেখছিল বাংলাদেশ। বিধ্বংসী ব্যাটার বিরাট কোহলিকেও দ্রুত ফেরানোর সুযোগ ছিল। কিন্তু লিটনের কাছে জীবন পাবার পর কাজে ভুললেন না কোহলি।
এমএম/