ইউক্রেন যুদ্ধ রাশিয়া-ন্যাটোর যুদ্ধে পরিণত হতে পারে: ন্যাটো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১২ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তা রাশিয়া-ন্যাটোর যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ন্যাটো প্রধান জেন্স স্টলস্টেনবার্গ বলেন, ইউক্রেন থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে।
আক্রান্ত হতে পারে ইউরোপের অন্য দেশও। তবে এমন সংঘাত এড়াতে ন্যাটো কাজ করছে বলে দাবি তার। যদিও ইউক্রেন যুদ্ধের শুরু থেকে মস্কোর সব হুশিয়ারি উপেক্ষা করে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে ন্যাটো।
ন্যাটোভুক্ত দেশগুলোও ইউক্রেনকে আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির দাবি, ইরান এখন রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থক।
দেশ দুটি যৌথভাবে ড্রোন তৈরি করছে, যা প্রতিবেশি দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেন।
এসবি/