ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

চলতি বছর বিভিন্ন সহিংসতায় বিশ্বে ৬৭ সাংবাদিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার | আপডেট: ১১:৩২ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, হাইতিতে বিশৃঙ্খল পরিস্থিতি ও মেক্সিকোতে অপরাধী চক্রগুলোর ক্রমবর্ধমান সহিংসতার জেরে এ বছর ৬৭ সাংবাদিক নিহত হয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, গত বছরের তুলনায় এ বছর আরো বেশি সংখ্যক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।

গণমাধ্যমকর্মীদের হত্যার সংখ্যা বাড়ার জেরে সরকারগুলোকে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য আরো দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংবাদ সংগ্রহের সময় আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়। চলতি সপ্তাহে সেই হত্যা মামলার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালতে আবেদন করেছে আলজাজিরা। 

সবচেয়ে বেশি ১২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে। তাদের বেশির ভাগই ইউক্রেনীয় নাগরিক। গত বছর সহিংসতায় মারা গিয়েছিলেন ৪৭ জন সাংবাদিক।

এসবি/