ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কোভিড: বিশ্বে আরও ৬৪৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার | আপডেট: ১১:৩১ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯২৬ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ১৭২ জন।

রোববার (১১ ডিসেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ২২২ জন।

এ ছাড়া মৃত্যু দিক থেকে দ্বিতীয় অবস্থারে রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ২৫৭ জন। মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৫৭ হাজার ৮৪০ জনের। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমএম/