ঘুরে দাঁড়ানো ক্রোয়েশিয়ার নায়ক লিভাকোভিচ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার | আপডেট: ০৮:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ডমিনিক লিভাকোভিচ নামটি এখন ফুটবল প্রেমীদের মুখে মুখে। কারণ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেমিফাইনালের স্বপ্ন বলতে গেলে সত্যি করেছেন তাদের গোলরক্ষক লিভাকোভিচ একাই।
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে ব্রাজিলকে বিদায় করে সেমিতে ওঠে দলটি। আর ওই ম্যাচে ১১টি সেভ করেন ক্রোয়েশিয়ার ২৭ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ ১৫টি সেভের রেকর্ড রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন লিভাকোভিচ।
এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত হারের রেকর্ড নেই মদরিচের দলের। দুটিতে ড্র আর তিনটিতে জয় নিয়ে সেমিতে পৌঁছেছে ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার ফুটবলে জ্বলজ্বলে নাম ডেভর সুকার। ১৯৯৮ সালের বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন তিনি। তবে গোল সংখ্যা দিয়ে তাকে বিচার করা অসম্ভব। তার গোলের ধরণগুলোও ছিল আকর্ষণীয়।
তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো পারফর্মেন্সের তালিকায় নাম লিখিয়েছিলেন বোবান, প্রোসিনেকি, আসানোভিচ, স্ট্যানিচ।
তবে এরপর গুরুত্বপূর্ণ কিছু ফুটবলার অবসরে যাওয়ার ভাটার টান পড়ে। সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ায়। যার ফলশ্রুতিতে গেল বিশ্বকাপে জ্বলে ওঠে, লুকা মড্রিচ-ইভান র্যাকিটিচদের নেতৃত্বে ফাইনাল খেলে ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাস অবশ্য খুব বেশি পুরোনো নয়। ১৯৯১ সালে দল গঠন, এরপর ১৯৯৩ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ লাভ। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় যুগোস্লোভিয়া থেকে স্বাধীন হওয়া দেশটি। তাতেই নজরকাড়ে ফুটবলপ্রেমীদের।
এসবি/এসি