বিজয়ের মাসে বীরনিবাস পাচ্ছেন কলারোয়ার ১২ মুক্তিযোদ্ধা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১১:০২ এএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার
কলারোয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া বীরনিবাস পাচ্ছে ১২ বীর মুক্তিযোদ্ধা। ইতোমধ্যে ১১টি বীরনিবাসের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বাকি একটির কাজ শেষে বিজয়ের মাস ডিসেম্বরেই এই বীরনিবাস হস্তান্তর করা হবে।
এই বীরনিবাস দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থায়ী নিবাস হিসেবে রয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এই বীরনিবাস নির্মাণ করা হচ্ছে।
বীরনিবাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, ১২টির মধ্যে ১১টি বাড়ির বিদ্যুৎ সংযোগসহ নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। একটি বাড়ির নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি। সে বাড়িটি হলেই হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় দ্রুত ও সঠিকভাবে বীরনিবাস নির্মাণ হচ্ছে এবং সঠিক সময়েই বীর মুক্তিযোদ্ধারা তাদের বীরনিবাস পেতে যাচ্ছেন।
শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হওয়া ১১টি বীরনিবাস সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। ঘোষণা আসলেই এই বাড়ির বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, দৃষ্টিনন্দন এই বাড়ির দৈর্ঘ্য ৩১.২২ ফুট ও প্রস্থ ২২.৮ ফুট। যেখানে থাকছে ৩টি রুম, ১টি বারান্দা, ১টি ডায়েনিং রুম, ১টি কিচেন ও ২টি টয়লেট। বিদ্যুৎ সংযোগসহ পানি সরবরাহ ব্যবস্থা তো থাকছেই।
প্রবেশদ্বারেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রতিটি বীরনিবাসের নির্মাণ ব্যয় ১৩ লাখ টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন সূত্রে জানা গেছে, উপজেলায় বীরনিবাস পাচ্ছেন ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা। এরা হলেন- উপজেলার বোয়ালিয়া গ্রামের জিয়াদ আলি ও আব্দুল মালেক, কেঁড়াগাছি গ্রামের আশরাফ আলি, ভাদিয়ালি গ্রামের আবু দাউদ, বলিয়ানপুর গ্রামের আব্দুর রউফ, হিজলদি গ্রামের আতিয়ার রহমান, সুলতানপুর গ্রামের নজরুল ইসলাম, মোহোর আলি ও আমজের আলি, কিসমত ইলিশপুর গ্রামের শেখ নুরু হোসেন, পূর্ব কোটা গ্রামের আবুল কাশেম এবং দেয়াড়া গ্রামের মোজাফ্ফর আলি।
এএইচ