ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

ইরানে ফাঁসি দেয়া হলো আরো এক বিক্ষোভকারীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২১ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার

ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের সাথে সংশ্লিষ্টতার কারণে সেদেশে আরো একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।

ইরানের বিচার বিভাগ  ঘোষণা করেছে বৃহস্পতিবার সকালে মাশাদ শহরে  মাজিদরেজা রাহনাভার্দকে “প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়।“

দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের সাথে সংশ্লিষ্টতার কারণে  মৃত্যুদণ্ড কার্যকরের এটা  দ্বিতীয় ঘটনা।

মাজিদরেজা রাহনাভার্দের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি  আধাসামরিক বাসিজ বাহিনীর দুজন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেন। আদালত তাকে 'ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার' অভিযোগে দোষী সাব্যস্ত করে।

মানবাধিকার গ্রুপগুলো  হুঁশিয়ারি দিয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের যে বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে তা সাজানো এবং এতে কোন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না ।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার প্রতিষ্ঠানের পরিচালক  মাহমুদ আমিরি-মোগাদ্দাম  এক টুইট বার্তায় বলেন - “জোর দরে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে, সাজানো ও অন্যায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে রাহনাভার্দকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রকে এ অপরাধের ফল ভোগ করতে হবে।“

টুইটে তিনি আরো বলেন, ইরানে হাজার হাজার বিক্ষোভকারীকে বন্দী করা হয়েছে এবং এক ডজন মৃত্যুদন্ড দেয়া হয়েছে, যার ফলে “বিক্ষোভকারীদের গণহারে মৃত্যুদণ্ড কার্যকরের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।“

সূত্র: বিবিসি বাংলা

এসবি/