ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কাভার্ডভ্যান চাপায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান সড়কে বেপরোয়া গতিতে চলা একটি কাভার্ডভ্যান দুটি রিকশাকে চাপা দেয়। রিকশা দুটি কাভার্ডভ্যানের চাপায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এছাড়া দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাহতরা রিকশা দুটির চালক ও যাত্রী। ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে ভ্যানটি জব্দ করা হয়েছে। 

এসবি/