কোভিড: দৈনিক সংক্রমণে শীর্ষে জাপান, মৃত্যু বেশি যুক্তরাষ্ট্রে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২১৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২৬৬ জনের।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭৩০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৭১৪ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬১ হাজার ৭৩৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৬৪৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ১৯৮ জন।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।
এসবি/