ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

নাটোরের নলডাঙ্গা থেকে ৫ পর্নোগ্রাফি বিক্রেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

নাটোরের নলডাঙ্গা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষীকুল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল। এসময় তাদের কাছে থেকে ৫টি সিপিইউ, ১১টি হার্ডডিক্স, ৫টি মনিটর, ৫টি  কি-বোর্ড, ৫টি মাউস, ১৩টি কম্পিউটার ক্যাবল ও  ১টি এসএসডি কার্ড জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মনিরুল ইসলাম (২৭), শ্রী বিদ্যুৎ কুমার (৩২), মোঃ আল- আমিন (২২), মোঃ শাহিন আলম (৩০) ও মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ (৩২)। 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষীকুল বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করায় খাজুরা গ্রামের মোনায়েম ফকিরের ছেলে মনিরুল ইসলাম, চাঁদপুর গ্রামের শ্রী ভূপেন চন্দ্রের ছেলে বিদ্যুৎ কুমার ও আজিজুর রহমানের ছেলে আল- আমিন, কুচকুড়ি গ্রামের মৃত মনছুর সরদারের ছেলে শাহিন আলম এবং ঠাকুর লক্ষীকুল গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বিদ্যুতকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৩)/৮(৫) (ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এসএ/