ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

শেষ বিকেলে বাংলাদেশের স্বস্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। শ্রেয়াস আইয়ার ৮২ রানে অপরাজিত আছেন। অন্যদিকে তাইজুল ইসলাম তিনটি, মেহেদি হাসান মিরাজ দুটি ও খালেদ আহমেদ একটি উইকেট নেন। তৃতীয় সেশনের শেষ বিকেলের দুই উইকেট বাংলাদেশের জন্য স্বস্তির।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। কুয়াশাভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। অবশেষে জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। এবার তাইজুলের ঘুর্ণিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।

লাঞ্চের পর মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফেরেন রিশভ পান্ত। সেখান থেকে শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দলীয় ২৬১ রানে তাইজুল ইসলামের বলে ফিরে যান পূজারা। আউট হওয়ার আগে তিনি ৯০ রান করে। এর পর অক্ষর প্যাটেলকে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি হাসান মিরাজ।

এমএম/