ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বাবার রেকর্ড স্পর্শ করলেন শচীনপুত্র অর্জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২ এএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। ৩৪ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারত লিজেন্ট।  

বুধবার দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাবার রেকর্ড স্পর্শ করলেন অর্জুন।

ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় রাজস্থানের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন গোয়ার হয়ে ১৭৭ বলে সেঞ্চুরির দেখা পান অর্জুন।

১৯৮৮ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফির অভিষেকে সেঞ্চুরি করেছিলেন বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার।

গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১২০ রানের ইনিংস খেলেন অর্জুন। ২০৭ বলের ইনিংসে ১৬টি চার ও দুটি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার।

ভারত অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সে সঙ্গে যুক্ত আছেন অর্জুন। যদিও মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

মুম্বাই থেকে চলতি মৌসুমে গোয়ায় যোগ দেন অর্জুন।

২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকার। ক্রিকেট-পাগল ভারতে শচীনের ২২ গজের ঈশ্ব উপাধি দিয়েছে সে দেশের ভক্তরা।

এএইচ