চার বছর আগের আর্জেন্টিনা এখন আলাদা: দেশম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
কোচ দিদিয়ের দেশম
দেখতে দেখতেই শেষ হয়ে এলো ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২। কাতার বিশ্বকাপ পেয়ে গেছে তার দুই ফাইনালিস্টকেও। ১৮ ডিসেম্বর রাতে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।
বুধবার রাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়নরা। তার আগের রাতেই ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে হারায় লা আলবিসেলেস্তরা।
মেসিদের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনাল নিয়ে কথা বলেছেন বর্তমান চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশম। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি লিওনেল মেসি। তবে এবার তাকে নিয়ে বেশ সতর্ক ফরাসি কোচ।
দেশম বলেন, ‘আমরা চেষ্টা করবো মেসির হুমকির জবাব দিতে, খেলাকে প্রভাবিত করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আর্জেন্টিনাও একই কাজ করবে আমার ফুটবলারদের বিপক্ষে। তারা চার বছর আগের সেই দলের চেয়ে এখন অনেক আলাদা।’
মেসিকে নিয়ে ফরাসি কোচ আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই মেসি চমৎকার ফর্মে আছে। চার বছর পর, এখন সবকিছু আলাদা অবশ্যই। ওই সময় সে নিজে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতো, যেটা কিছুটা চমক ছিলো। এখন সে সেন্টার ফরোয়ার্ডের পেছনে খেলে।’
দেশম আরও বলেন, ‘মেসি বল নেয়, ওটা নিয়েই দৌড়ায়। আর তাকে দেখে মনে হচ্ছে, দারুণ ফর্মে আছে। সে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার আর এটা মেসি করে দেখিয়েছে।’
আগামী রোববার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে এমবাপ্পের ফ্রান্স। বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এনএস//