ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিহারে বিষাক্ত মদ পান করে ৩১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ভারতের বিহারে বিষাক্ত মদ পান করে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো বেশ কয়েকজন। খবর আল-জাজিরার।

খবরে বলা হয়, বিহারের রাজধানী পাটনা থেকে ৬০ কিলোমিটার দূরে সরন জেলার দুটি গ্রামে বেশ কয়েকজন মদ খাওয়ার পর বমি করতে শুরু করে। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পথে ও পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার জানিয়েছেন, ঘটনার পর অভিযান চালিয়ে বেশ কয়েকটি মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন মদ বিক্রেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। গত জুলাইতে গুজরাটে ৪২ জন ও ২০২০ সালে পাঞ্জাবে বিষাক্ত মদপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

সন্তোষ কুমার আল-জাজিরাকে বলেছেন, ‘ঘটনাটি প্রকাশ্যে আসার পর আমরা গত ৪৮ ঘন্টায় ১২৬ জনকে গ্রেপ্তার করেছি এবং দুটি মামলা নথিভুক্ত করা হয়েছে।’

এমএম/