রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় প্রধান তিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
এসময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।
পরে জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এএইচ