ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

মিরপুরে টিনশেড বাড়িতে এসি বিস্ফোরণে দগ্ধ ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

রাজধানীর মিরপুরে একটি বাসায় ‘এসি’ বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদের নাম হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪)।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় এলাকার একটি টিনশেড বাড়িতে।

হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, আমরা অনেকদিন ধরে টিনসেড বাড়িটিতে বসবাস করছিলাম। আরিয়ান আমাদের বাড়িতে ভাড়া থাকে ও গৃহকর্মীর কাজ করে। রাতে আমি বাড়িতে ছিলাম না। ভোরে শুনতে পাই, বাড়িতে এসি বিস্ফোরণ হয়েছে। এতে আমার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই।

তিনি ধারণা করছেন, বাসায় থাকা এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে এ বিস্ফোরণ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কারণ হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
এসএ/